সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
সাধারণ সভা \হগাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। সংগঠনের জেলা সভাপতি আজাদ মো. আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহেল মাহমুদ, জেলা বিএমএ'র সাবেক সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এটিএম ফরহাদ হোসেন। ক্রিকেট টুর্নামেন্ট ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশে বায়ান্ন'র ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি শটপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরমা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এএসএম মুসা তসলিম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপা। আলোচনা সভা ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে স্থানীয় সরকার দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান। কার্যক্রম প্রদর্শন ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির কার্যক্রম প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গোমেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ। মাসিক সভা ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল আলম প্রধান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুস ছামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ময়মনসিংহ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল ইসলাম। পদক লাভ ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগড়া থানার সাবেক (ওসি) আতিকুর রহমান বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বিপিএম পদক (সাহসিকতা) পুরস্কার লাভ করেছেন। ২৭ ফেব্রম্নয়ারি '২৪ মাননীয় প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনস ঢাকায় তাকে এই পদক পরিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী এ বছর সারা দেশে মোট ৩৫ জনকে বিপিএম সাহসিকতা পদক প্রদান করেন। এছড়া আরও ৯৫ জনকে বিপিএম (সেবা) ২৭০ জনকে পিপি এম প্রদান করেন। আবৃত্তি প্রতিযোগিতা ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় স্কুল বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতেযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার উপজেজলা পরিষদ হল রুমে এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। অত্র উপজেলার মাধ্যমিক ও জুনিয়র মাধ্যমিক স্তরের শিক্ষার্থীগণ এতে অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অমল দেব, এইচএম ইলিয়াস, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু প্রমুখ। প্রস্তুতিমূলক সভা ম খুলনা অফিস আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বইমেলা ম বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ বইমেলার উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদৎ হোসেন খান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী মিয়া, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম মিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। কাজের উদ্বোধন ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২টি প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পৌরশহরের উকিলপাড়া মোড় হতে আমলাপাড়া হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তা ও উপজেলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত ড্র্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ও পৌর মেয়র আলহাজ মাও. আব্দুস সালাম। এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাটচাষ প্রশিক্ষণ ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাট অধিদপ্তরে আয়োজনে মঙ্গলবার গাইবান্ধার সাঘাটায় পাটচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। ১৫০ জন কৃষককে প্রশিক্ষণার্থী পাটচাষ ও পাটবীজ সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণের দিকনিদর্শনা প্রদান করেন এ সময়, রংপুরের পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা তরুণ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার উপস্থিত ছিলেন। বসতঘরে আগুন ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নফদার আলী বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির নগদ লক্ষাধিক টাকাসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকালে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের বিশ্বাস পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নফদার আলী হরিশপুর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে নফদার আলীর বাসতঘরের বৈদু্যতিক লাইনের শর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয়া তাৎক্ষণিক ট্রিপল নাইনে ফোন করলে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ১১ সদস্যের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৎস্য আহরণ ম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখলীর রাঙ্গাবালীতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সাগরে নিরাপত্তা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের (মৎস্য সংরক্ষণ দলের ১৫ জন সদস্য দলনেতাদের নিয়ে) এ প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী আব্দুল হামিদ সেখ এবং গবেষণা সহকারী শহিদুল ইসলাম কাজল। এ সময় সামুদ্রিক জীববৈচিত্র্যে সংরক্ষণের গুরুত্ব, দায়িত্বশীল মৎস্য আহরণ, মৎস্য আইন যথাযথ অনুসরণ, টেকসই মৎস্য আহরণ, নেতৃত্বের বিকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।