ইবি ও রাবিপ্রবি'র যৌথ অংশগ্রহণে সমন্বয় সভা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাহাড় ও সমতলের সাংস্কৃতিক মেলবন্ধন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইবি ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ অংশগ্রহণে মঙ্গলবার সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করে এপিএ নৈতিকতা কমিটি। উপ-উপাচার্য ও এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মুখ্য আলোচক ছিলেন- রাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন- রাবিপ্রবি'র উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এ সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা বিনতে রাশেদ তিথি।