গবেষকদের সঙ্গে বাউবির চুক্তি স্বাক্ষর
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষকদের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
তিনি গবেষকদের উদ্দেশে বলেন, গভীরতা, বিশ্লেষণ, লক্ষ্য, সময়, উপাত্ত ইত্যাদির ওপর ভিত্তি করে গবেষণা বিভিন্ন রকমের হতে পারে। মহান মুক্তিযুদ্ধের ওপর গবেষণা সবচেয়ে গর্ব ও অহঙ্কারের কাজ। অসংখ্য না বলা ঘটনা ও নানা তথ্য-উপাত্ত আপনাদের কাজের মাধ্যমে বেরিয়ে আসবে।
গবেষকের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে পাঁচজন গবেষকের সঙ্গে বাউবির পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন আশাবাদ ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ ও প্রজ্জ্বলিত করতে আপনাদের গবেষণাকর্ম যথেষ্ট অবদান রাখবে।