কেরানীগঞ্জে আগুনে পুড়ল পোশাক কারখানা
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের আগানগর আলম শপিংমলের ৬ তলায় শার্ট ও পাঞ্জাবি তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর নাগরমহল ঘাটসংলগ্ন এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১টায় পূর্ব আগানগর নাগরমহল ঘাট সংলগ্ন আলম শপিংমলের ৬ তলায় মনির হোসেনের মালিকানাধীন শার্ট ও পাঞ্জাবি তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানাটির গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া বলেন, কারখানার গুদাম থেকে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেই পরিকল্পনা করে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।