বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ফকিরহাটের বেতাগায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফকিরহাটের বেতাগায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার'- এই প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ব্বরে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। গত রোববার দিবসটি উদযাপন করা হয়।

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটির ১৪টি স্টলে পরিষদের বিভিন্ন সেবার চিত্র তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় সরকার শক্তিশালীকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪৪ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে