ধামরাইয়ের মহাসড়কে পিকআপ ভ্যানে ডাকাতি

আহত ৩, মালামাল লুট

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে লেবু ব্যবসায়ীদের পিকআপ ভ্যানে ডাকাতি হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা-কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা যাত্রীবাহী বাসের মাধ্যমে দিয়ে ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানচালক সোলায়মান এবং দুই লেবু ব্যবসায়ী আব্দুর রহমান বিশ্বাস ও মোকছেদ আলীকে কুপিয়ে তিনটি মোবাইল ফোন, নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে। জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট-বৈলতলা এলাকার লেবু ব্যবসায়ী আব্দুর রহমান বিশ্বাস, মোকছেদ আলী একই এলাকার সোলামান হোসেনের পিকআপ ভ্যান ভাড়া নিয়ে কুমিলস্নার নিমসাগর এলাকার পাইকারি আড়তে বিক্রি করে রোববার রাতে রওনা হন। পিকআপটি ওই এলাকায় পৌঁছলে সাত থেকে আটজনের একদল ডাকাত যাত্রীবাহী বাস দিয়ে ব্যারিকেড দেয়। ডাকাতরা তাদের পিঠে ও বুকে কুপিয়ে তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালপত্র লুটে পালিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।