পূর্বধলায় বিনষ্ট হচ্ছে ঝড়ে পড়ে যাওয়া মূল্যবান সরকারি গাছ

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় ঝরে পড়ে যাওয়া সরকারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় ঝড়ে বিধ্বস্ত এসব গাছপালা যথাসময় সংরক্ষণ না করায় কিছু কিছু গাছ উধাও হয়ে যাচ্ছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জায়গা ও রাস্তার পাশে ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়ে আছে। গাছগুলো বিগত বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড়ে উপড়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পূর্বধলা-ঘাগড়া সড়কে বিভিন্ন সময় ঝড়ে রাস্তার দুই পাশে ছোট-বড় প্রায় ২০-২৫টি গাছ উপড়ে পড়ে। সর্বশেষ ঝড়ে এই রাস্তাসহ উপজেলা সদরের রাজাপাড়া রোড, কলেজ রোড, পূর্বধলা সরকারি কলেজ, পূর্বধলা সদর ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে সরকারি জায়গার গাছ উপড়ে পড়ে। এতে কোথাও কোথাও অসুবিধায় পড়েন স্থানীয় বাসিন্দারা। কোনো কোনো স্থানে নিজ উদ্যোগে গাছ কেটে সরিয়ে রাখলেও অধিকাংশ গাছ রাস্তার পাশের জমিতে পড়ে আছে। এতে জমির মালিকদের ফসল ফলাতে এবং পুকুরে মাছচাষ করতে অসুবিধায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন এসব গাছ লাওয়ারিশভাবে পড়ে থাকলেও সেগুলো সংরক্ষণ না করায় কে বা কারা নিয়ে যাচ্ছে। উপজেলার পূর্বধলা-ঘাগড়া সড়কে হাটধলা সুনিল মার্কেটের পাশে রাজধলা বিলপাড়ের দুইটি মূল্যবান আকাশি প্রজাতির বড় গাছ দীর্ঘদিন ধরে পড়ে ছিল। স্থানীয়রা জানিয়েছেন গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। গত কয়েকদিন আগে জেলা পরিষদের লোক পরিচয় দিয়ে গাছ দুটি নিয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দা গনেস দাসসহ অনেকে জানিয়েছেন। একই রোডে হাটধলা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে পড়ে থাকা গাছ অনেক আগেই কে বা কারা নিয়ে গেছে। যেসব জমিতে গাছ পড়ে আছে, সেসব জমির মালিকরা জানিয়েছেন গাছ পড়ে থাকায় তাদের জমিতে ফসল ফলাতে অসুবিধায় পড়তে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান জানান, পূর্বধলা উপজেলায় বিভিন্ন জায়গায় ঝড়ে পড়ে থাকা গাছগুলো তালিকা করে সংরক্ষণ ও নিলামে দেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। খুবই তাড়াতাড়ি তা বাস্তবায়ন হবে।