ময়মনসিংহের মুক্তাগাছায় দেড় শতাধিক বছরের প্রাচীন কালীমন্দিরসহ জমি ও শ্মশানের রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার উপজেলার বড়গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচি পালন করে। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচি থেকে জানানো হয় জনৈক ব্যক্তি বড়গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের দেড় শতাধিক বছরের পুরাতন কালীমন্দিরটির চারপাশে ইটের দেয়াল উঠিয়ে বেদখল করে নিয়েছেন। একইসঙ্গে শ্মশান ঘাটে যাওয়ার রাস্তাটিও দখল করেন। ফলে এলাকার সনাতন ধর্মীরা মন্দিরটিতে পূজা অর্চনা করতে পারছেন না। পাশাপাশি শ্মশানে দাহ করতে অনেক পথ ঘুরে অন্যের জমি দিয়ে যেতে হয়।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ২নং বড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি নিতাই বনিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সভাপতি নির্মল চন্দ্র সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, উপজেলা সাধারণ সম্পাদক ডা. ভবতোষ চন্দ্র কর্মকার, লিটন রবী দাস, ডা. পরিতোষ রায় প্রমুখ।