শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

গুরুদাসপুরে চারা রোপণে রাইস ট্রান্সপস্নান্টারের ব্যবহার শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নাটোরের গুরুদাসপুরে জমিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা -যাযাদি

ধানের চারা রোপণে রাইস ট্রান্সপস্নান্টার ব্যবহার শুরু করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষকরা। উপজেলার চলনবিল অধু্যষিত বিলষা গ্রামে কৃষক আব্দুল রহমানের একবিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সালমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক আব্দুল ওয়াদুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ।

পরে কৃষিতে আধুনিকীকরণ যান্ত্রিক যন্ত্রের নির্ভর উদ্বুদ্ধকরণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাছের ভুঁঞা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক আব্দুল ওয়াদুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ।

প্রধান অতিথি বলেন, এদেশ কৃষির নির্ভর। কৃষকরা দেশের প্রাণ। তাদের পরিশ্রম ও ফসল উৎপাদন খরচ কমাতে জমিতে যান্ত্রিক যন্ত্রের ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। এতে শ্রম ও খরচ কমবে, বাড়বে ফসল উৎপাদন। সে লক্ষ্যে কাজ করছে কৃষি বিভিাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে