শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

'আমাকে কুলিয়ারচরবাসী যেভাবে সংবর্ধিত করল সারাজীবন মনে রাখব'

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় -যাযাদি

'আমার বাবাকে যেভাবে কুলিয়ারচরবাসী সংবর্ধিত করেছিলেন, সেভাবে আমাকেও সংবর্ধিত করায় আমি সারাজীবন মনে রাখব'- বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

তিনি গত শনিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছর দেশ যেভাবে উন্নয়ন করেছেন সেভাবে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব। দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে চলেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করা শেখ হাসিনার একমাত্র লক্ষ।

কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিলস্নুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেন লিটন প্রমুখ। এ সময় তাকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে