ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআরবি) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক মেধাবী রাজনৈতিক কর্মীদের বাছাই করার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ফয়সাল আহমেদকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহীন আল মামুন আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এই শাখা কমিটি ৯৭ সদস্যবিশিষ্ট। কমিটির অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ঠান্ডু। কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে কাজ করবেন বলে প্রত্যাশা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি