নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার শেষ হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। এদিন ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য পদে ৩৫ জনের প্রতীক ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আজাহারুল ইসলাম। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের স্ত্রী মাসুদা জামান, আনারস প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে ভোটযুদ্ধে নেমেছেন ছাত্রলীগ নেতা সজীব সরকার। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কাকডাকা ভোর হতে মধ্যরাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীসহ সমর্থকরা। এদিকে ভোটাররাও দীর্ঘদিনে অবহেলিত চরআড়ালিয়াকে ঢেলে সাজানোর লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের কথা ভাবছেন তারা।