ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চল চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকাকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় এলাকাবাসী সেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে ব্রহ্মপুত্র নদের চিলমারী ইউনিয়নের পশ্চিমে শাখাহাতি এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা খাতুন, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুল রাজ্জাক মিলনসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম কাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে ২টি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি জুনিয়র হাইস্কুল ও মসজিদ-মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি। গত বছর বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে প্রায় ১ হাজার একর আবাদি জমি ১২৫টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়।