বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

কুতুবদিয়ায় উপ-নির্বাচনে দু'টি ওয়ার্ডে ৯ প্রার্থী

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুতুবদিয়ায় উপ-নির্বাচনে দু'টি ওয়ার্ডে ৯ প্রার্থী

কক্সবাজারের কুতুবদিয়ায় ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা এবং ১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য শূন্য পদের উপ-নির্বাচনে দু'টি ওয়ার্ডে ৯ জন প্রার্থী অংশ নিয়েছে। আগামী ৯ মার্চ চারটি কেন্দ্রে এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, ৫নং বড়ঘোপ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ১, ২, ৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২শ' ২৫ জন। এদিকে,  বড়ঘোপে কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং মধ্য আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নিলুফা বেগম (হেলিকপ্টার) প্রতীক, রুবি আকতার (সূর্যমুখী ফুল) প্রতীক, লাইলা বেগম, (মাইক) প্রতীক, সাজেদা খাতুন (তালগাছ) প্রতীক। অন্যদিকে, ১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ৯ নং ওয়ার্ডের প্রার্থী হয়েছেন, ইমতিয়াজ উদ্দীন (ফুটবল) প্রতীক, জসিম উদ্দিন (তালা) প্রতীক, বোরহান উদ্দিন, (টিউবওয়েল) প্রতীক, মোহাম্মৎ নার্গিস আকতার, (মোরগ) প্রতীক, সাহাব উদ্দিন (ক্রিকেট ব্যাট) প্রতীক, পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়। উলেস্নখ্য, বড়ঘোপ ইউনিয়নের সংরক্ষিত (১, ২, ৩) ওয়ার্ডের মহিলা সদস্য খাদিজা বেগম ও উত্তর ধুরুং ইউনিয়নের ৯ ওয়ার্ডের সাধারণ সদস্য নুরুল হক মারা গেলে ওই ওয়ার্ডগুলো শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে