টাঙ্গাইলের দেলদুয়ারের ঐতিহ্যবাহী আটিয়ার মেলা শুরু হয়েছে আজ। উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া এলাকায় হযরত শাহানশাহ্ বাবা আদম কাশ্মিরী (র.) এর ৪৯তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে মেলাটি শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী হবে হযরত শাহানশাহ্ বাবা আদম কাশ্মিরী (র:) এর বার্ষিক ওরশ মোবারক। তবে ওরশ মোবারকের আয়োজন তিনব্যাপী হলেও মেলা আমেজ থাকে সপ্তাব্যাপী। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে এসে দোকানের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। এ সময় আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরা। মেলা থেকে পছন্দসই জিনিসও কিনেন অনেকেই। মেলায় ফার্নিচার থেকে শুরু করে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।
মাজারের খতিব হাফেজ আব্দুল আজিজ জানান, 'আগের দিনের মতো মেলা এখন আর তেমন জমে ওঠে না। অতীতে দেখেছি এক মাস আগে থেকেই মেলায় লোকজন আসতে থাকত। বিগত বছরের করোনায় পর থেকে মেলায় লোক সমাগম কম হয়।