সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
নতুন ইউএনও
ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবু রিয়াদ। বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, গত বুধবার ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি। মো. আবু রিয়াদ ৩৫তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। কেরানীগঞ্জ যোগদানের আগে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি)
হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রেস ব্রিফিং
ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা অনুষ্ঠান আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এ প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে-দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শীর্ষক প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধি।
মতবিনিময় সভা
ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক বেলাব শাখার উদ্যোগে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার কৃষি ব্যাংক বেলাব শাখার অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। ব্যাংকটির মুখ্য কর্মকর্তা মো. সালাউদ্দীনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যারয়ের মুখ্য ব্যবস্থাপক মো. রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, কর্মকর্তা উসমান মিয়া, সোলাইমান কাদের, সামসুউদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান।
গণসংযোগ
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম গণসংযোগে করছেন। তিনি প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ভায়াডাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ ভোটার, পথচারী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়সহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
সাধারণ সভা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর মাধবদী অফিসে বৃহস্পতিবার ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-১ বোর্ডের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না, নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর জিএম আবু বকর শিবলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, মাধবদী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসনাত মাছুম। সর্বশেষ সদস্যেদের ভোটে নরসিংদী পলস্নী বিদু্যৎ-১ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম মাস্টার, সচিব আসাদুজ্জামান সিদ্দিকি (নয়ন), সহ-সভাপতি হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।
বইমেলা উদ্বোধন
ম দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা-২০২৪ এর আয়োজন করেছে দেলদুয়ার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন ফিতা কেটে ওই বইমেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।
আলোচনা সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারা দেশের মতো উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আব্দুলস্নাহ আল-মামুনের নেতৃত্বে গত বুধবার সকাল ৯টায় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করা হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. রেজাউল হক কাজল, বাজিতপুর আওয়ামী যুবলীগের সভাপতি মো. কবির হোসেন। এদিকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইনসহ সব কর্মকর্তা ও ভাষা শহীদের প্রতি সম্মান রেখে পুষ্পস্তবক অর্পণ করেন।
সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবিভুক্ত) ৫১তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে সদর উপজেলার বীজ প্রত্যয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিআরডিবির উপ-পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সদর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আবু কাউছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না, সদর উপজেলা সমবায় অফিসার মো. আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার সৈয়দ ইয়াছিন।
সেমিনার উদ্বোধন
ম ঝিনাইদহ প্রতিনিধি
'নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার'- এ সেস্নাগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে সেমিনার। শুক্রবার ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো'র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সে সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানসহ
অন্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভা
ম জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা বাবুপাড়াস্থ সমিতির কার্য়ালয়ে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদা উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাট চেম্বার অয কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হক্কানী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, ডা. মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।
গণসংযোগ ও পথসভা
ম নিকলী (কিশোরগঞ্জ ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি মো. মোকারম সরদার বুধবার ও বৃহস্পতিবার দামপাড়া ইউনিয়ন, ছাতিরচরসহ বিভিন্ন ইউনিয়নে তার শত শত কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন বাজার ও মহলস্নায় এলাকার জনগণের সাথে গণসংযোগ করেন। উলেস্নখ্য, শিল্পপতি মোকারম সরদার নিজ এলাকায় একটি কলেজ, একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া নিকলী উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ, মন্দিরে নিজ অর্থায়নে কাজগুলো দ্রম্নত সম্পন্ন করেন। শিল্পপতি মোকারম সরদার বলেন, তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি নিকলীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে উলেস্নখ করেন।
পরীক্ষা অনুষ্ঠিত
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ এবং চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম বলেন, 'অবাধ, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমাদের কেন্দ্রে নকলের ব্যাপারে কোনো ছাড় নেই। অত্র কেন্দ্রের সর্বমোট পরীক্ষার্থী ৩৬৯ জন।' এদের মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
ভবন উদ্বোধন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন করা হয়েছে। হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সুপার মো. আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি অ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান, হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার মাস্টার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চেয়ারম্যান, নওগাঁ নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, আত্রাই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দীন সরদার, ইউপি সদস্য আব্দুল খালেক বিশা প্রমুখ।