মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সাঘাটায় জমির ফসল বিনষ্ট করার অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাঘাটায় জমির ফসল বিনষ্ট করার অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে ফসলি জমি থেকে রোপণকৃত ফসল ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ৮ ফেব্রম্নয়ারি এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী আজিজুর রহমান ৭ জনকে বিবাদী করে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে জানান, গৃহের চলাচলের রাস্তা বেদখল হওয়ায় মুক্তিনগর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগের নিষ্পত্তি হয়। ইউনিয়ন পরিষদের রায়ের ভিত্তিতে আজিজুর রহমান রাস্তাটি মুক্ত করে। মূলত এই বিষয়কে কেন্দ্র করেই বিবাদীগণ ফসল নষ্ট করেছে বলে জানায় ঘটনার সাক্ষী ওয়াজেদ আলী সরকার। ঘটনাস্থল পরিদর্শনে গেলে, ধানের চারা পড়ে থাকতে দেখা যায়। বিবাদী রওশন আরা বেগমকে ফসল নষ্ট করার বিষয়ে প্রশ্ন করা হলে জানান, আমি করছি, ওটা আমার জমি। উক্ত ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, মৌখিক এওয়াজ সূত্রে আজিজুর রহমান জমিটি ভোগ দখল করে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে