মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ পুলিশ পদক পেলেন এসপি ছাইদুল হাসান

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশ পুলিশ পদক পেলেন এসপি ছাইদুল হাসান

সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন হবিগঞ্জ জেলার কৃতী সন্তান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় আবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহলস্নার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝ। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদরদপ্তরে সহকারী মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ ম্যাডেল (পিপিএম) পেয়েছেন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে