মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন প্রকল্প দ্রম্নত বাস্তবায়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন প্রকল্প দ্রম্নত বাস্তবায়নে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারকরণে জেলা পর্যায়ের বিশ্লেষণ শীর্ষক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. শামসুন্নাহার। গ্রম্নপ পর্যায়ে আলোচনা করে উন্নয়ন কাজ বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিশাল চক্রবর্তী, আশুগঞ্জ-কুমিলস্না ছয় লেন মহাসড়ক প্রকল্পের ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'ওয়ান বাই ওয়ান কথা বলেও কাজের সমন্বয় করা যায়। প্রয়োজনে জেলা প্রশাসন এ কাজে সহযোগিতা করবে। আমরা তো ফেসবুকে স্ট্যাটাস দেখেও ব্যবস্থা নেই। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন একটা গবেষণা চাই যেটা সারাদেশে কাজে লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে