মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

১২ ঘণ্টা মাঝনদীতে আটকে থাকার পর উদ্ধার ফেরি ক্যামেলিয়া

পাবনা প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
১২ ঘণ্টা মাঝনদীতে আটকে থাকার পর উদ্ধার ফেরি ক্যামেলিয়া

পদ্মা নদীর নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটে ডুবোচরে আটকে পড়া একটি ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে বিআইডাবিস্নউটিআইর উদ্ধারকারী জাহাজ। শুক্রবার সকালে ফেরিটিকে ধাওয়াপারা ঘাটে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে ১০টি গাড়ি ও বেশ কয়েকজন যাত্রী নিয়ে নাজিরগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে ফেরিটি। পরে রাতে নদীর মাঝপথে আটকে যায়। ডুবোচরে আটকে পড়া ফেরির যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ঘাট কর্মকর্তারা। বিআইডাবিস্নউটিসি নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটের ম্যানেজার মো. মহিউদ্দিন রাসেল বলেন, ফেরিটি রাতে নদীপথের মাঝপথে ডুবোচরে আটকা পড়ে। মূল চ্যানেল থেকে ৫০ ফিট দূরে সরে যাওয়ায় ফেরিটি ডুবোচরে আটকে পড়েছে বলে জানান তিনি। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ক্ষণিকা ও উদ্ধারকারী টাগবোট ১২ ঘণ্টা পর শুক্রবার ফেরিটিকে ধীরে ধীরে ধাওয়াপারা ঘাটে টেনে নিয়ে আসে। গত কয়েকদিনে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়ায় নদীতে নাব্যতা সংকটের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি। ইতোমধ্যে নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটে ড্রেজিং শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে