ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও ৮শ' ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন উত্তোলন, ১ কিলোমিটার ১ ইঞ্চি অবৈধ গ্যাস পাইপ লাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার রামরাইল গ্রামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের ভিজিলান্স টিম ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহআলম, ব্যবস্থাপক জসিম উদ্দীন, সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহআলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামরাইলে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।'