মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বাগেরহাটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু

বাগেরহাট প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাগেরহাটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অন্তর্ভুক্ত বাগেরহাটে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহযোগিতার জন্য হার্ট ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট জেলা শহরের বিএমএ ভবনে প্রধান অতিথি হিসেবে বিশ্ব হার্ট ফেডারেশনের সভাপতি প্রফেসর ডা. জগৎ নারুলা উপস্থিত থেকে মোড়ক উন্মোচনের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ এনজিওপস্নাস্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর ডা. চৌধুরী হাফিজুল আহসান, যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মশাহ আলম টুকু। এ ছাড়া মহতী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র মন্ডল, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. সালেহীন বাচ্চু, প্রফেসর ডা. শওকত আলী খান, ডা. মাহবুবুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে