যশোরে চলছে দক্ষিণ এশীয় নাট্যোৎসব

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে ২২ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব হবে। মঙ্গলবার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন এ তথ্য জানান। তিনি জানান, 'সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ' স্স্নোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। ২২ ফেব্রম্নয়ারি বিকেল ৩টায় ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নাট্যজন মাসুম রেজা ও সালাউদ্দীন লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানের পর টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে রওশন আলী মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয় যাত্রাপালা 'বিদ্রোহী মাইকেল মধুসূদন'।