পূর্বধলায় ভাষাসৈনিকদের স্মরণে আর্ট ক্যাম্প

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে ব্যতিক্রমী আয়োজন 'আর্ট ক্যাম্প ও উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর এডুকেশনের আয়োজনে উপজেলার স্টেশন রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপজেলার ৮ জন ভাষাসৈনিকের জন্য ৮টি দেওয়াল তৈরি করে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে চিত্র এঁকে তা প্রদর্শনী করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান উন্মুক্ত প্রদর্শনী পরিদর্শন করে আয়োজনকে স্বাগত জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী শাহীন, পূর্বধলা সরকারি কলেজের সাবেক প্রভাষক মো. এমদাদুল ইসলাম বাবুল, প্রভাষক তপন দেবনাথ, যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, ভাষাসৈনিক মরহুম বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী মন্ডলের ছেলে, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, ফোরামের সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ। আয়োজনের মূল পৃষ্ঠপোষক ছিলেন পূর্বধলা উপজেলার ভাষাসৈনিক মরহুম আব্দুল ওয়াদুদ খানের কন্যা, মাউসি'র সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. মোনালিসা খান ও তার ভাই বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত খান।