বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলায় প্রথম ধুনট উপজেলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলায় প্রথম ধুনট উপজেলা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বগুড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ধুনট উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বগুড়া করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা হলো- ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মিকদাদ মেহমেদ সায়িক (অংক দৌড় ও কুইজ গণিত), তাসনিয়া ফারিহা সিনহা (কুইজ গনিত), নীরব হোসেন (দৌড়), মাধবী খাতুন (দীর্ঘলাফ), পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিয়াম (উচ্চ লাফ), মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যায়ের তাহিয়া তাসকিন (কুইজ সাধারণ জ্ঞান) ও বিলচাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর ৫ম শ্রেণির শিক্ষার্থী এসএম অর্নব আহমেদ (কুইজ ইংরেজি)। তবে প্রতিযোগিতায় ৮টি ইভেন্টের মধ্যে ৫টি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া ফারিহা সিনহা জানায়, তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রমের কারণেই উপজেলার পর তারা জেলাতেও প্রথম স্থান অর্জন করেছেন। এরপর তারা বিভাগীয় পর্যায়েও বিজয়ী হতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে