বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

'শবেবরাত মুসলিম জাতিকে একতার চেতনায় উদ্বুদ্ধ করে'

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'শবেবরাত মুসলিম জাতিকে একতার চেতনায় উদ্বুদ্ধ করে'

মাইজভান্ডার শরীফের সাজ্জাদানশীন, হজরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, 'পবিত্র শবেবরাত বা শাবান মাসের ১৫ তারিখ রজনীতে মহান আলস্নাহ্‌ তার বান্দাদের জন্য বিশেষ দয়া ও ক্ষমা করে থাকেন। প্রিয় নবিজী (সা.) এ রজনীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শবেবরাত মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ রজনীতে ঘরে ঘরে রুটি হালুয়া তৈরির একটি প্রথা রয়েছে। মুসলিমরা তাদের প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে এ খাবার বিতরণ করেন। এ রজনীতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ আদায়, প্রিয় নবিজীর (সা.) প্রতি শ্রদ্ধার সঙ্গে সালাতু সালাম পেশ ও দরুদ শরিফ পাঠ, দান-সদকা করা, নবী রসুল, সাহাবি অলি আলস্নাহ মাজার ও মুরব্বিদের জেয়ারত করা এবং পরদিন রোজা পালন অত্যন্ত বরকতময় আমল। হজরত নেয়ামত শাহ্‌ (রহ.) মাজার প্রাঙ্গণে, শেরে খোদা মওলা আলি (আ.), গাউসুল আযম হযরত সৈয়দ আহমদউলস্নাহ্‌ মাইজভান্ডারী (ক.) ও হুযুর গাউসুল ওয়ারা হযরত আলস্নামা শাহ্‌সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (কঃ) স্মরণে আয়োজিত গাউসুল আযম মাইজভান্ডারী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, ওলামা মাশায়েখ, খলিফা, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরামের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে