মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

কালকিনিতে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কালকিনিতে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রম্নতার জেরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর, ক্লাব ও মিনি স্টেডিয়ামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ১৪ জনের নামে মামলা হলে মূল অভিযুক্ত জামাল খন্দকারকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল বেপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের বিরোধ চলে আসছে। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুলের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে জামাল ও তার লোকজনের বিরুদ্ধে। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় বাবুল ও তার সমর্থক মজিবর হাওলাদারের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে শুক্রবার সকালে ১৪ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করে পুলিশ। ক্ষতিগ্রস্ত বাবুল বেপারীর ছোটভাই আবুল হোসেন জানান, হঠাৎ করে দুইদিক দিয়ে ৫০/৬০ জন মানুষ বাড়িঘরে হামলা চালায়। হাতবোমা ফাটিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লুটপাট করে পালিয়ে যায় তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলস্নাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে