বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশের মিছিল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে প্রতীকী লাশের মিছিল -যাযাদি

সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে প্রতীকী লাশের মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মোড়ে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া হানিফ বাংলাদেশির এই কর্মসূচি নীলফামারীর ডোমারে এসেছে। এই মিছিল বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত আছে এমন সব জেলা ও উপজেলা প্রদক্ষিণ করে প্রতিবাদ জানাবে। মিছিলে উপস্থিত ছিলেন এনইউ আহম্মেদ, সৌরভ হোসেন বেলাল, আরিফসহ স্থানীয় অনেকে।

কর্মসূচিটি যশোরের বেনাপোল উপজেলায় গিয়ে শেষ হবে। ডোমার উপজেলায় সংহতি জানিয়েছেন আনোয়ার হোসেন, হাফেজ তসলিম উদ্দিন, আবু বকর সিদ্দিক, সাখাওয়াত হোসেন প্রমুখ।

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, 'বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সব সময় সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।'

বিভিন্ন মানবাধিকারের অধিকারের হিসেবে ২০১০ সাল থেকে প্রায় ১২৭৬ জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে। ১১৮৩ জন আহত হয়েছেন। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে।

গত ৫ ফেব্রম্নয়ারি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে মর্টার শেলে দুজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ২০২০ সালে আমি প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম পদযাত্রা করেছি।

হানিফ বাংলাদেশি আরও বলেন, 'বাংলাদেশের জনগণ সব সময় প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। কিন্তু প্রতিবেশী দেশ দুটি বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে