চার জেলা নারীসহ ৪ জনের অপমৃতু্য
বাঁশখালীতে সহকর্মীর হাতে বেকারি শ্রমিক খুন
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে এক বেকারি শ্রমিক খুন হয়েছেন। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ভোলার দৌলতখানে, বগুড়ার দুপচাঁচিয়ায় ও রাজবাড়ীর কালুখালীতে নারীসহ ৩ জনকে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় সহকর্মীর হাতে শাহ-আলম (৩৮) নামে এক বেকারি শ্রমিক খুন হয়েছেন। শুক্রবার পৌরসভার মায়ের দোয়া বেকারি থেকে তার লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলে, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারিতে কাজ করার সময় দুই সহকর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে ভোর ৬টায় মাহবুব আলম তার সহকর্মী শাহ-আলমকে লাঠি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে লাশ চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহিদের রডের আঘাতে রাব্বি (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রাব্বি দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে।
বৃহস্পতিবার দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক মাহিদ ও আশরাফুল পলাতক রয়েছে।
ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, 'অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় তালাকপ্রাপ্ত স্বামী মাইফুল ইসলাম (২৮) স্ত্রী হাবিবা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত হাবিবা দুপচাচিয়া পৌর এলাকার ধাপ সুখানগাড়ী মহলস্নার বাবলু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা বাবলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালীতে অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কালুখালী থানা পুলিশ।
শুক্রবার কালুখালী এক প্রেস রিলিজে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।
জানা যায়, গত বুধবার রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্স্নুইচগেট বাজারে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী পশ্চিম ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে শরিফ খাঁনের (৩৯) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে নিহত শরিফ খাঁনের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় রূপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে তরিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে।
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কালুখালী থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, মুক্তাগাছায় রেজাউল (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার নন্দীবাড়ী কাজলকোঠা বিলের পাড়ে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। রেজাউল শহরের নন্দীবাড়ী মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
মুক্তাগাছা থানার ওসি ফারুক আহম্মেদ জানান, লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।