সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
নির্বাচন অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামীম-মিন্টু প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা আটটি পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী ও টাঙ্গাইল 'ল' কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ। এবারের নির্বাচনে ৭৮৯ জন ভোটারের মধ্যে ৭৪২ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের একেএম শামিমুল আকতার এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
মৃতু্যবার্ষিকী পালন
ম ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভুইয়ায় উপজেলার ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলমগীরের মৃতু্যবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সালাম নগর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এছাড়াও তার পরিবার ও এলাকাবাসী কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। আলমগীর কর্মজীবনে নোয়াখালী জজ কোর্টের নাজিরের দায়িত্ব পালনকালে মারা যান।
স্মার্টফোন বিতরণ
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্রেড ফর দ্যা জার্মানি'র সহযোগিতায় পলস্নী শ্রী প্রোমোটিং অপরচুনিটি ফর ইউমেন ইম্পাওয়ার প্রজেক্টের ৬টি সিবিও নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে স্মার্ট ফোন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার। প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মোছা. শাহিনা আক্তারের সঞ্চালনায় এতে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সোয়াইবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা
ম নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ আয়োজন করে।
নওগাঁ জেলা ক্যাব'র সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ। এ সময় জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি আজাদ হোসেন মুরাদ, সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আব্বাস আলী ও রিফাত হোসাইন সবুজ প্রমুখ বক্তব্য দেন।
সনদ প্রদান
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার পৌরসভার ছোটরাউতা ডাঙ্গাপাড়া গ্রামের জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসায় খতমে বুখারি ও হাফেজা ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি থেকে মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর জামেয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও নাজেমে তালিমাত হযরত মাওলানা মুফতি আব্দুল মাজিদ কাসেমী।
মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশরাফুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম ওমর ফারুক, অভিভাবক ডা. আব্দুল
রক্তদান কর্মসূচি
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রম্নপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি করেছে 'এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন'। বুধবার অমর একুশের বই মেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, কবি মাহমুদুল হাসান প্রমুখ।
ফাইনাল অনুষ্ঠিত
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলায় পৌর এলাকার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিপু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সালাহউদ্দিন শাহিন, কাউন্সিলর শাহেদ আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর প্রমুখ।
জন্মবার্ষিকী উদযাপন
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় পুরনো ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্যর্ যালি বের হয়ে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়।র্ যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার মহিউদ্দীন, সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সহকারী কমিশনার (ভূমি) মুন্সী আবু জাফর মোহাম্মদ আলী প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে 'সকাল প্রি-ক্যাডেট স্কুলে'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
স্কুলের পরিচালক মহিদুল ইসলামের পরিচালনায় ও বাছেদ আলী প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ, হামিদুর রহমান, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন প্রমুখ।
আর্থিক সহায়তা
ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীর ১৫ জন এতিম শিক্ষার্থী পেয়েছে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা। 'অরফান স্পন্সরশিপ প্রজেক্ট বাংলাদেশ'এর উদ্যোগে 'ওয়ান উম্মাহ'-এর আয়োজনে এসব বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষা উপকরণ ও অর্থ প্রদান করেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নান্নু মিয়া।
দোয়া অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁর পোরশায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় সরাইগাছি মোড়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পোরশা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক মাও: মুফতি ফেরদাউস আল আজাদ। এ সময় ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি হুজ্জাতুলস্নাহ শেখ, সম্পাদক কারি মামুন অর রশিদ শাহ্, সাবেক সভাপতি শাহ্ কাওছার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ম রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম সরদার ও দপ্তরিপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোটে ওমর ফারুক সুমন। নওগাঁ জেলা জজ আদালতের পেশকার ও জামে মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন,সমাজসেবক জায়তুল ইসলাম জনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণ
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজ বাউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, সরাইল থানার ওসি একরামুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ, রোকেয়া বেগম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা
ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আরেফীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান, এমআইএমের পরিচালক নিতাই চন্দ্র, উপ-প্রকল্প সমন্বয়ক মিজানুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রমুখ।