মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বাহারছড়া ইউপি'র উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাহারছড়া ইউপি'র উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপি'র চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুই প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এই দুই প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া দুই চেয়ারম্যান প্রার্থী হলেন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলী চৌধুরী টিপু ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ওসমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অপরদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই দুই প্রার্থী নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোলস্না বলেন, 'নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। শুক্রবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে