মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

'ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আব্দুল মমিন'

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আব্দুল মমিন'

'১৯৫২ সালের ভাষা আন্দোলন বেগবান করার জন্য যে, ১১ জন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ১৪৪ ধারা ভেঙে ভাষা আন্দোলনের মাত্রা তীব্র করেছিল তাদের মধ্যে অন্যতম একজন আবদুল মমিন।' একথা বলেছেন তার একমাত্র মেয়ে ফারজানা মমিন জয়া।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জে আবদুল মমিন স্মৃতিপরিষদ ও ভাষা সৈনিক পাঠাগারের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চৌধুরী গোলাপের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র লতিফুর রহমান রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন প্রমুখ।

সম্মেলনে ফারজানা মমিন জয়াকে আব্দুল মমিন স্মৃতি পরিষদের সভাপতি মনোনীত করা হয়। কার্যকরী সভাপতি বিমল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শাহজাদা ওসমানী, পাঠাগারের সভাপতি অমল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক করা হয় জহিরুল ইসলাম রনিকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউসুফ আলী ও বিকাশ দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে