সৃষ্টিকর্তার নৈকট্য লাভে আমাদের কাজ করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি বলেছেন, 'মহাপরমেশ্বর আমাদের প্রতিপালক। আর প্রতিপালকের সন্তুষ্টির জন্য আমরা যার যার ধর্ম বিশ্বাস থেকে তাকে স্মরণ করি। সব ধর্মের সেরা ধর্ম হলো মানবধর্ম। এজন্য সবার উচিত প্রভুদয়াময়ের শ্রেষ্ঠ যে জীব সেই জীবের প্রতি সাহায্যের হাত প্রসারিত করা। মহাপ্রভু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এই দেশকে সব ধর্মের লোকেদের জন্য শান্তির জনপদ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।' ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ি মন্দির প্রাঙ্গলে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম ও নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী কয়ড়া কালীবাড়ি মন্দিরের বার্ষিক এ ধর্মীয় উৎসব ও পুণ্য গঙ্গাস্নান অনুষ্ঠানের তৃতীয় দিন বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপেরোক্ত কথাগুলো বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, 'মন্দিরে যখন উলুধ্বনি হয়, তখন হিন্দু ভাইয়েরা মন্দিরে ছুটে যান। আবার যখন মসজিদ থেকে প্রাণের আলো ছড়ানো সুরধ্বনি আযানের ধ্বনি শোনা যায়, তখন আমরা ছুটে যাই মসজিদে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য।' বৃহস্পতিবার সূর্যোদয় হতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এবং পরদিন শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ, আরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল শনিবার গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কয়ড়া কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা বলেন, 'কুমার নদের তীরে কয়ড়া কালিবাড়ি মন্দিরের সুরম্য প্রাঙ্গণে নিখিল বিশ্ব পরিত্রাণে ২৫তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন চলছে। ২৪ ফেব্রম্নয়ারি গঙ্গাস্নান মেলা। দেশ বিদেশের কয়েক হাজার পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশ নেবেন।'