রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

বিনা নোটিশে ফার্মেসি ভাঙচুর প্রতিবাদে ইউএনও'র বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিনা নোটিশে ফার্মেসি ভাঙচুর প্রতিবাদে ইউএনও'র বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

বিনা নোটিশে সাংবাদিকের ফার্মেসি গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইউএনও'র বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার গাজীপুর কর্মরত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।

কালিয়াপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সাংবাদিক হোসাইন আলী বাবু, আল আমিন, জাহাঙ্গীর আলম, আফসার খান বিপুল, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সভাপতি ইমারত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি জমির ওপর দোকান বা বাড়িঘর থাকলেও মোবাইল করে নিয়ম অনুযায়ী যারা ওই জমিতে বসবাস করছে তাদের নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদান ছাড়া কোনো স্থাপনা ভাঙতে পারবে না। কিন্তু উপজেলার চা বাগান বাজারে ইমারত হোসেনের দীর্ঘ ৩৬ থেকে ৩৭ বছর ধরে চলে আসা ফার্মেসির তিনটি ব্যবসা প্রতিষ্ঠানটি গত বুধবার ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বিনা নোটিশে ভেঙে দেন। এ সময় মালামাল বুলডোজার দিয়ে তছনছ করা হয়। স্থানীয় সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানান।

পরে এ বিনা নোটিশে দোকান ভেঙে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে