'অমর একুশে বই' ও 'অদ্বৈত গ্রন্থ' মেলা

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রংপুর, দিনাজপুরের চিরিরবন্দর ও বান্দরবানের আলীকদমে অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, কালজয়ী উপন্যাসিক 'তিতাস একটি নদীর নাম' নামক উপন্যাসের রচয়িতা অদ্বৈত মলস্নবর্মণ স্মরণে তার জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪। অদ্বৈত মলস্নবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে বিকেলে পৌর এলাকার গোকর্ণঘাটে মেলা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কবি, গীতিকার-কথাশিল্পী, দ্বিতীয় অদ্বৈত গ্রন্থমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদুসের সভাপতিত্বে এবং কবি হেলাল উদ্দিন হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক অশোকানন্দ রায়বর্ধন, ছড়াকার বিমলেন্দ্র চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক কাউন্সিলর ফেরদৌস মিয়া, গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ভৌমিক ও অদ্বৈত গ্রন্থমেলার সদস্য সচিব কবি আমির হোসেন। মেলায় ২০টি স্টলে বইয়ের সমাহার সাজিয়েছে। রংপুর প্রতিনিধি জানান, রংপুরের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে গত বুধবার থেকে বইমেলা শুরু হয়েছে। দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে চার দিনব্যাপী মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবর রহমান মাস্টার। বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার অ্যধাপক সঞ্জীব চৌধুরী, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, বিথী আফরোজ, মেম্বার সেক্রেটারি রবিউল ইসলাম, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান প্রমুখ। মেলায় মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে গত বুধবার চার দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে। এবারের মেলায় স্টল থাকছে মোট ১৫টি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও এ কে এম শরীফুল হক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, এসি ল্যান্ড রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার শাহা। আলীকদম (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের আলীকদম উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২৪। বুধবার বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক জমির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আতাউল গনি ওসমানী। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা।