পীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজন 'ভাষার সাথে'

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 'তারুণ্যের মেধায় বাংলা ভাষা' এই স্স্নোগনকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক ব্যতিক্রমী আয়োজন 'ভাষার সাথে' অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাইলট উচ্চ বিদ্যালয়ে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' বিজয়ী আই পজেটিভ নামে সমাজকল্যাণমূলক একটি সংগঠন এ ব্যতিক্রম আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমুখ।