মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নবীনগরে যানবাহনে চাঁদাবাজি বন্ধের ঘোষণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নবীনগরে যানবাহনে চাঁদাবাজি বন্ধের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যানবাহন থেকে বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা তোলা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নির্দেশে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামিম এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যানবাহন থেকে অবৈধ এ চাঁদা তুলছিলেন। পৌরসভার যানবাহন থেকে নির্ধারিত ১০ টাকা ট্যাক্স ছাড়া উপজেলার সব স্পট থেকে চাঁদা আদায় করা বন্ধ। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, থানার অফিসার ইনর্চাজ মাহবুব আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে