আরও দুই জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফসলিজমির মাটি ব্যবহার দুই ইটভাটাকে জরিমানা

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে কৃষিজমির মাটি ইট ভাটায় ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও দুই জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে কৃষিজমির মাটি ইট ভাটায় ব্যবহারে দুই ভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় এম.বি.এম ব্রিকস এবং খাজা আজমির ব্রিকসকে এ জরিমানা করা হয়। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে পচা মাংসের বিরিয়ানি বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা সদরে অবস্থিত কাচ্চি বাড়ি বিরিয়ানি হাউজে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পরিবহণের সময় তলস্নাশি চালিয়ে পাঁচটি ট্রাক এবং প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলার পাইন্দং ইউপির বৃন্দাবন হাটের পাশে বড়ুয়াপাড়া এলাকায় তলস্নাশি চালায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, 'গোপন সংবাদের ভিত্তিতে এ তলস্নাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে ড্রাইভার এবং হেল্পাররা গাড়ি রেখে পালিয়ে যায়।