মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

কাজিপুরে অবাধে জাটকা নিধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কাজিপুরে অবাধে জাটকা নিধন

সিরাজগঞ্জের কাজিপুর অঞ্চলের যমুনা নদীজুড়ে অবাধে জাটকা নিধন চললেও দেখার কেউ নেই। এতে ইলিশের উৎপাদন ব্যহত হওয়ার আশংকা রয়েছে। সাগর মোহনায় কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর তৎপরতায় জাটকা ধরা বন্ধ থাকায় যমুনার মিঠাপানিতে সহজেই জাটকা চলে আসে। চলতি মৌসুমে যমুনায় জাটকা বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, স্থানীয় জেলেরা ছাড়াও পার্শ্ববর্তী সিরাজগঞ্জ সদর, ভুয়াপুরের জেলেরা কাজিপুরে এসে জাটকা ধরছে। জাটকা নিধনে জেলেরা কোনা জাল, বেড় জাল ও কারেন্ট জাল ব্যবহার করছে। এ ছাড়া রাতে ব্যাটারির সাহায্যে বিদু্যতায়ীত করেও অবৈধভাবে মাছ ধরছে।

জাটকা নিধন বন্ধ না হওয়া বিষয়ে জেলা মৎস্যজীবী সভাপতি শফিকুল ইসলাম মিন্টু জানান, প্রকৃত জেলেরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হওয়ার কারণে জাটকা ধরা রোধ করা যাচ্ছে না।

এ বিষয়ে কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ জানান, জেলেদের অনুদানের তালিকা বেশির ভাগ সঠিক রয়েছে। তবে জেলেরা যদি সচেতন না হয় নদীর বিশাল অঞ্চল সবসময় তদারকি করা সম্ভব হয়ে ওঠে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে