ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসরণের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ও উপাধাক্ষ আহসান হাবীবের অপসরণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদসহ সসাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুজ্জমান রাসেল বলেন, 'বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একই ফুল দিয়ে বরণ করার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ। এতে অতিথিরা অপমান বোধ করায় স্থানীয় সংসদ সদস্য অনুষ্ঠান ত্যাগ করেন। এ কারণে শিক্ষার্থীরাও অনুষ্ঠান বর্জন করেন।'
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, 'রাজনৈতিকভাবে তাকে হয়রানির জন্য একটি রাজনৈতিক সংগঠন আন্দোলন করছে।'