রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

বাসচাপায় ডুয়েট শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুরের টঙ্গিতে বাসচাপায় শিক্ষক নিহতের প্রতিবাদে 'শিক্ষক সমিতির' মানববন্ধন ও শোকর্ যালি -যাযাদি

গাজীপুরের টঙ্গিতে বাসচাপায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাম কৃষ্ণ সাহাসহ দু'জন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধের কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কর্মসূচি চলাকালে ডুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, 'এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এ ছাড়াও কর্মসূচি শেষে নিহত রামকৃষ্ণ সাহার স্ত্রী বৃষ্টি সরকার দুর্ঘটনায় দায়ীদের বিচার দাবি করে একমাত্র শিশু সন্তান ও পরিবারকে সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে