রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

ভাষা শহীদদের স্মরণে গৌরীপুরে ২১ কি.মি. পদযাত্রা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত পদযাত্রা -যাযাদি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'এসো গৌরীপুর গড়ির' ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার আয়োজন করে। গত বুধবার সকাল ৬টায় গৌরীপুর ঐতিহাসিক হারুন পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সেখান থেকে ময়মনসিংহ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে ২১ জনের ২১ কিলোমিটারের পদযাত্রা শুরু হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি এ পদযাত্রার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ বিপস্নব, সদস্য নজরুল ইসলাম, সুপক রঞ্জন উকিল, রিপন, সুমন এস, গনেশ প্রমুখ।

ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পদযাত্রায় অংশ গ্রহণকারীদের বরন করে নেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদস্য গোলাম সামদানী খান সুমন, জেলা-স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক তানজির আহাম্মেদ রাজিব প্রমুখ। এ সময় সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে