সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
দুই জেলায় ২ যুবকের মরদেহ উদ্ধার

কালুখালীতে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

স্বদেশ ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কালুখালীতে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে যশোরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও টাঙ্গাইলের ঘাটাইলে একটি গ্যারেজ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালীতে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে শরীফ খান (৩৮) এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্স্নুইসগেট বাজারে খোকনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ রতনদিয়া ইউনিয়নের ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খানের পুত্র। সে রূপসা স্স্নুইসগেট বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

নিহত শরীফের বড় ভাই লতিফ খান জানান, বুধবার রাতে রূপসা বাজারের পাশে গায়েবি মসজিদে ওয়াজ মাহফিল চলছিল। সে দোকান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে যায়। পরে স্থানীয় চা দোকানি তরিকুল তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাজারে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। তাকে ঘাড় ও মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালুখালী থানার ওসি আলমগীর হোসাইন জানান, 'সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে শরীফের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরিকুলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কাজী নাইমুর রহমান হিমেল (৪২) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বুধবার দুপুরে দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হিমেলের পরিবারের অভিযোগ, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মলিস্নকের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। বুধবার দুপুরে শম্ভুনাথ ও তার ছেলে বিপস্নব জমি নিয়ে হিমেলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে মারপিট করলে হিমেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃতু্য হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, 'প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধে মারামারির মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।'

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নাহিদ (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল মনির গ্যারেজের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার পোয়া কোলহা গ্রামের ধলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নাহিদ দীর্ঘ দিন ধরে কাজ করত। বৃহস্পতিবার সকালে ওয়ার্কশপ বন্ধ দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দোকানের তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলায় অঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘাটাইল থানার ওসি আবু সালাম মিয়া জানান, 'এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তদন্ত সাপেক্ষে জানানো হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে