গরীবুলস্নাহ শাহ'র মাজারের আশপাশ হবে টাউনের মতো হুইপ নজরুল ইসলাম
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কাহিন্দীতে অবস্থিত ৩৬০ আউলিয়ার দুইজন হযরত গরীবুলস্নাহ শাহ (র.) ও হযরত জঙ্গলী শাহ (র.) এর পবিত্র মাজারের আশপাশের এলাকা টাউনের মতো উন্নত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
তিনি গত বুধবার রাতে ওই মাজারের বাৎসরিক ১৫ দিনব্যাপী ওরশ ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালিব ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব ভূঁইয়া, মেলা কমিটির পক্ষে মো. হায়দার আলী, আব্দুর রব মিয়া, কামরুল মেম্বার, শাখাওয়াত মেম্বার, বিলস্নাল মেম্বার, আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়া, মজিবুলস্নাহ নাহিদ, সাংবাদিক রফিকুল ইসলাম রানা, সাংবাদিক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, আব্দুল বারেক, শাহজালালসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, এ মাজার উপলক্ষে এখানে প্রায় ৩ থেকে ৪শ' বছর ধরে মেলা বসে। এ মেলা এবং মাজারকে কেন্দ্র করে পাশের তিলচন্দী বাজারটি দেশে ফার্নিচার ব্যবসার জন্য প্রসিদ্ধি লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ফার্নিচার সামগ্রীর জন্য লোকজন আসে এবং ট্রাক ভরে মালামাল নিয়ে যায়। ফলে এলাকায় জায়গার দাম বাড়ছে, রাস্তাঘাট নির্মিত হচ্ছে। এলাকার উন্নতি হচ্ছে। মাজারটি দিনে দিনে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। মাজারের চার পাশ রঙ বেরঙের আলোক সজ্জায় আলোকিত হচ্ছে।