রোগমুক্তি কামনা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মৎস্য প্রতিমন্ত্রী, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। সেসময় বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ, ছিদ্দিক আহমেদ, মছির উদ্দিন, জিলস্নুর রহমান তাতার, গোলাম মোস্তফা লোটনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওপেন হাউজ ডে
ম আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
'পুলিশ জনতা, জনতাই পুলিশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। মঙ্গলবার আটপাড়া থানা কর্তৃক আয়োজনে প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী ও কেন্দুয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। অন্যান্যদের মঝে বক্তব্য রখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, ওপেন হাউজ ডে'র সাধারণ সম্পাদক শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।
রক্তদান কর্মসূচি
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও চিরিরবন্দর বস্নাড ডোনার ক্লাবের সহযোগিতায় ২১ ফেব্রম্নয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার ওসি আবুল হাসনাত খান, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহ্, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এফ এম মোরশেদুল আলম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুলস্নাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদা শাহনাজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান, পীরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়।
মা সমাবেশ
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, শিক্ষক জালাল উদ্দীন, রাকিবা খাতুন, সুমাইয়া জান্নাতসহ এসএমসির সব সদস্য, অভিভাবক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
অর্থ সহায়তা
ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
পারিবারিক অসচ্ছলতাকে উপেক্ষা করে উজিরপুরের অদম্য মেধাবী রমজান খান সাব্বির সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে নিয়মিতভাবে কলেজে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। এবিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেধাবী শিক্ষার্থী সাব্বিরের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে, তার ভর্তির ব্যপারে আর্থিক সহায়তা প্রদান করে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়কে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উপজেলা একাডেমিক (শিক্ষা) সুপারভাইজর সুমন হালদর প্রমুখ।
কমিটি গঠন
ম গাইবান্ধা প্রতিনিধি
আগামী দুই বছরের জন্য গাইবান্ধা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার মো. নাইমুল ইসলাম সভাপতি এবং মো. মোনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে প্রধান উপদেষ্টা মো. কামরুজ্জামানসহ ১২জন, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনসহ চারজন, কাজল কুমার বর্মনসহ তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাহিদ হাসান প্রধানসহ পাঁচজন সাংগঠনিক সম্পাদক। এ কমিটিতে অন্যান্য সম্পাদকরা হলেন, দপ্তর সম্পাদক অশোক কুমার দাস, প্রচার সম্পাদক মো. নোমানুর রহমান, অর্থ সম্পাদক তৌফিক আনসারিসহ আরও অনেকে।
কমিটি গঠন
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শামীম (দৈনিক সমকাল), যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন (আজকালের খবর), সদস্য সচিব মো. কামাল পাশা (দৈনিক কালের কণ্ঠ), সম্মানিত সদস্য ওবায়দুল হক পাঠান (আমাদের সময়) ও রীনা হায়াৎ (দৈনিক জনতা)।
নতুন কমিটি
ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার মেয়াদ শেষ হওয়ায় পটিয়া ডাকবাংলো মোড় এলাকায় ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের গভর্নিং বডির সভাপতি নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পটিয়া ব্রাদার্স ইউনিয়নের ৭ জন উপদেষ্টাসহ ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে হাজী এমএ কাশেমকে প্রধান পৃষ্ঠপোষক, নাজমুন নাহার সভাপতি, আমীর হোসাইনকে সম্পাদক করা হয়েছে।
পাঠাগার উদ্বোধন
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্গম পোমাংপাড়া এলাকায় জুনতি ত্রিপুরা স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। বুধবার পাঠাগারের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুলস্নাহ মুহাম্মদ, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাঠাগারের প্রতিষ্ঠাতা কার্তিক ত্রিপুরা। পাঠাগারের প্রতিষ্ঠাতা কার্তিক ত্রিপুরা বলেন, এ এলাকার শিক্ষার্থীদের বই পাঠ ও সাহিত্য চর্চার কথা চিন্তা করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
নবীনবরণ অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা সদরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।
প্রথমে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ
ম খুলনা অফিস
খুলনায় জমকালো আয়োজনে 'হাইওয়ে সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড় হোক সবার' এই স্স্নোগানে হাইওয়ে পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার খুলনা কাটাখালী হাইওয়ে থানাসংলগ্ন মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম পিপিএম।
প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নিজামুল হক মোল্যা, খুলনা মেট্রেপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোচ্ছা. তাসলিমা খাতুন, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, 'আমরা হাইওয়ে পুলিশের আইন মেনে চলব নিরাপদে বাড়ি ফিরব। জনগণের সেবায় বর্তমানে স্মার্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'