চন্দনাইশের ঐতিহ্যবাহী বারুণী মেলায় মানকচুর কদর

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় বারুণী স্নান উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঐতিহ্যবাহী বরুমতি মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এ মেলায় সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। সকাল থেকে বরুমতি খালের ব্রিজসংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের মান্নত পূরণ করতে পুণ্যার্থীরা বারুণী স্নানে অংশ নেন। এ উপলক্ষে জমে ওঠা বিশাল মেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে এ মেলার বিশেষ আকর্ষণ প্রচুর পরিমাণ স্থানীয়ভাবে মানকচু বিক্রয় হয়ে থাকে। মেলায় প্রচুর পরিমাণ মানকচু আসে এবং বেচাকেনা হয়। ৫শ' থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মানকচু বিক্রয় হতে দেখা যায়। ঘরের আশপাশে পরিত্যক্ত জায়গাতে মহিলারা এই মানকচু রোপণ করে। তাই এই মেলায় মানকচুর কদর অনেক বেশি বলে জানান কচুচাষিরা। মেলায় থানা প্রশাসন উপজেলা আওয়ামী লীগের নেতারা ও চন্দনাইশের বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতারা মেলা পরিদর্শনে আসেন বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সভাপতি কমল চক্রবর্তী।