সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এসএমপি পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে এসএমপির গোয়েন্দা বিভাগের বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি ধ্বংস করে। এ সময় বোম ডিসপোজাল ইউনিটকে সহযোগিতা করেন এসএমপির সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম) পুলিশের সদস্যরা।
এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশে কঠোর নিরাপত্তা জোরদার করে পুলিশ। মাটিতে পুঁতে সতর্কতার সঙ্গে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে গোয়েন্দা বিভাগের বোম ডিসপোজাল ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন বোম ডিসপোজাল ইউনিটের সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা আবু বক্কর শাওন, এএসআই ইখতিয়ার উদ্দিন, নজরুল ইসলাম, কনস্টেবল আলী আহমদ, এনামুল হক, মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-এর সদস্য কনস্টেবল ফেরদৌস আহমদ, কনস্টেবল ফাহাদ হাসান অপু, কনস্টেবল মুত্তাসিন।