খাগড়াছড়িতে ব্যবসায়ীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে বাঙালি ব্যবসায়ী নাসিরের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে খাগড়াছড়ি জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রম্নপের সন্ত্রাসীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের পৌর কাউন্সিলার ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কাউন্সিলর আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মো. লোকমান, আসাদ উলস্নাহ প্রমুখ। বক্তারা ৩৬ হাজার বাঙালির হত্যাকারী সন্তু লারমাসহ পাহাড়ের সব সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় পাহাড়ের শান্তিকামী সব নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা মো. নাসিরের ওপর গুলি চালায়। গুরুতর আহত নাছির বর্তমানে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।