মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

আহমদিয়া জামাতের সালানা জলসা নিয়ে কোন উস্কানি বরদাস্ত করা হবে না -পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড় প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আহমদিয়া জামাতের সালানা জলসা নিয়ে কোন উস্কানি বরদাস্ত করা হবে না -পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেছেন, 'আহমদিয়া জামাতের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে কোন ধরণের উস্কানিমূলক বক্তব্য প্রচার করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। যে কোন ধরণের উস্কানি বরদাস্ত করা হবে না। তারা তাদের নির্ধারিত স্থানে জলসা করবে এতে কারো আপত্তি করা ঠিক হবে না।'

রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাজিউল করিম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম সফিক বক্তব্য দেন। সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে