শিবগঞ্জে মিথ্যা মামলা দিয়ে বিধবা মা-মেয়েকে হয়রানির অভিযোগ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের অসহায় বিধবা রাশেদ বেগমকে (৪৯) মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে প্রতিপক্ষরা। মামলার প্রেক্ষিতে রাশেদাসহ তার মেয়ে নুরুন নাহার (২৮) জামিন নিয়ে বাড়িতে এসেছেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ১৩ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে টিভি-ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর স্বর্ণালংকার এবং ব্যাংক ও দলিল জাতীয় প্রয়োজনীয় কাগজপত্র লুটপাত করে নিয়ে যায়। উলেস্নখ্য, একই এলাকার আনারুলের ছেলে ইউসুফের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২২ জানুয়ারি এক সংঘর্ষে একই এলাকার আনারুল ইসলাম (৫০) গুরুতর আহত হন। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় আনারুল ২৪ জানুয়ারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু্যবরণ করেন। রাশেদার মেয়ে নুর নাহার জানান, 'আমার বাবা নেই, আমি আমার পরিবারের একমাত্র মেয়ে। তারা আমাকে হয়রানিমূলকভাবে এ মামলায় জড়িয়েছে। এখন আমাদের তারা বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। তারা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এমতাবস্থায় আমি শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি।'